ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রশাসনের কর্মকর্তার ওপর হামলায় উৎকন্ঠিত দেশবাসী: ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
প্রশাসনের কর্মকর্তার ওপর হামলায় উৎকন্ঠিত দেশবাসী: ন্যাপ ...

ঢাকা: দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে সরকারি বাসভবনে ঢুকে নৃশংস হামলায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ দাবি জানান।

তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রশাসনের কর্মকর্তারাও আজ নিরাপদ নয়। সন্ত্রাসী হামলায় কন্যাকে বাঁচাতে গিয়ে বাবাও আহত। কী ঔদ্ধত্য! কী ভয়ংকর সন্ত্রাস। হাতুড়ি দিয়ে পেটানোর সাহস হয় কী করে হয় সন্ত্রাসীদের? তাহলে কি এই হামলার পেছনে অন্য কোনো শক্তির ইন্ধন আছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে সরকারকে। অন্যথায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

চেয়ারম্যান ও মহাসচিব ইউএনওর সুস্থতা কামনা করেন। একইসঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।