রাজশাহী: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। একইসঙ্গে তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফজলে হোসেন বাদশা বলেন, সরকারি কাজ করতে গিয়ে পদস্থ কর্মকর্তারা অনেক সময় হুমকি পান, হামলার শিকার হন। তবু তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তাই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। রাতে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, আইনের ফাঁক দিয়ে অনেক অপরাধী বেরিয়ে যান। এই ধরনের অপরাধীরা যেন কোনোভাবেই শাস্তি এড়িয়ে যেতে না পারে। এদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরাসরি হামলাকারীদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খুঁজে বের করতে হবে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এইচএডি/