ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নেতা বিজয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
ছাত্রলীগ নেতা বিজয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার ছাত্রলীগ নেতা বিজয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধারের দৃশ্য

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বাজার স্টেশন এলাকার পুকুর থেকে রামদাটি উদ্ধার করা হয়।

 

এর আগে, ভোরে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বর থেকে গ্রেফতার করা হয় বিজয়কে হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে। তার দেওয়া তথ্যে ভিত্তিতে ওই পুকুর থেকে রামদাটি উদ্ধার করা হয়।

বিজয় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জিমেল বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।  

২৬ জুন প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ঢাকার একটি হাসপাতালে নয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়।  

এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদসহ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৮ জুন ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিনকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। গত ১৬ জুলাই মামলাটির তদন্তের দায়িত্বভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে।  

আলোচিত এ মামলাটি নিয়ে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে দুই গ্রুপের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করাবস্থায় এক সপ্তাহের ব্যবধানে গ্রেফতার হলো প্রধান দুই আসামি।
 
# ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

# ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার আসামি গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।