ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, প্রতিটি উপ-নির্বাচনে জাপার প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে।
তিনি বলেন, দেশের মানুষ পল্লীবন্ধুর লাঙল প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে তিনি এ কথা বলেন।
জাপার চেয়ারম্যান ও দলের মনোনয়ন বোর্ডের সভাপতি জি এম কাদেরের সভাপতিত্বে এসময় বোর্ডের সদস্য ও জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড ঢাকা-৫ আসনে মীর আব্দুস সবুর আসুদ ও নওগাঁ-৬ আসনে কাজী গোলাম কবিরকে জাপার মনোনয়ন দেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এসএমএকে/আরবি/