ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের উপ-নির্বাচন পরিচালনার দায়িত্বে ৫ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
আ’লীগের উপ-নির্বাচন পরিচালনার দায়িত্বে ৫ নেতা

ঢাকা: জাতীয় সংসদের আসন্ন ৩টি উপ-নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য দলের কার্যনির্বাহী সংসদের পাঁচ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-৫ আসনের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সমন্বয়কারী হিসেবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দায়িত্ব পালন করবেন।

পাবনা-৪ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এবং উভয় আসনে সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।   

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এসকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।