পাবনা (ঈশ্বরদী): আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ২০০১-২০০৬ সালে জোট সরকারের আমলে বাংলাদেশ গুম-খুনের রাজ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে গিয়েছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা-নাটোর মহাসড়কের পাশে ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে, ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসএম কামাল বলেন, ধানের শীষে ভোট দিলে খুনের বাংলাদেশ হয়। বিদ্যুৎ চাইলে কৃষক গুলি খাই, কিশোরী ধর্ষণ হয়, শতশত মায়ের কোল খালি হয়, দুর্নীতি আর লুটপাট, জঙ্গিবাদ সৃষ্টি ছাড়া কিছুই বোঝে না বিএনপি। নৌকায় ভোট দিলে দৃশ্যমান উন্নয়নের দৃশ্য মানুষের চোখে পড়ে। নৌকায় ভোট দিয়ে বাঙালি প্রতারিত হয় না।
মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বকুল, কামাল হোসেন মিঠুর যৌথ সঞ্চলনে সভায় বক্তব্যে দেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, নির্মল রঞ্জন গুহ, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল, লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আনিসুর রহমান শরীফ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসন এর সংসদ সদস্য ফিরোজ কবির, আওয়ামী লীগের পাবনা সদরের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এনটি