ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির পরিচালনা কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির পরিচালনা কমিটি

ঢাকা: আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি।

রোববার (৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সদস্য সচিব বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অর্পণা রায় দাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।  

এর আগে শনিবার (৩ অক্টোবর) বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আহ্বায়ক করে নওগাঁ-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটিও করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।