ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে: প্রতিমন্ত্রী খালিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে: প্রতিমন্ত্রী খালিদ

হবিগঞ্জ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পথভ্রষ্ট মানুষ দেশের সব জায়গাতেই আছে। যাদের কর্মকাণ্ডে সরকারের দুর্নাম হয়।

এসব মানুষের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ পৌর টাউন হলে বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি আবুল খায়েরসহ করোনাকালীন সময়ে মৃত্যুবরণকারী আওয়ামী পরিবারের নেতাদের স্মরণে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সিলেটে তরুণী গণধর্ষণ প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে ছাত্রলীগের নেতারাই উদ্ধার করেছে। অথচ কেউ তাদের প্রশংসা করেনি। সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে অথচ ছাত্রলীগের বিশাল ইতিহাস রয়েছে। সেটি কেউ দেখে না। যারা অপরাধ করে, তাদের পরিচয় অপরাধী। এমন লোকদের ব্যাপারে আওয়ামী পরিবারকে সতর্ক থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, লুৎফুর রহমান তালুকদার, মনোয়ার আলী, ডা. অসীত রঞ্জন দাশ, আতাউর রহমান সেলিম, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, রুহুল হাসান শরীফ সুলতান মাহমুদ, হুমায়ুন কবির রেজা, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, ফয়জুর রহমান রবিন প্রমুখ।

এর আগে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী কেএম খালিদ।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।