ঢাকা: স্যোশাল মিডিয়াতে অপপ্রচারে জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য সুষ্ঠু জবাব দিতে করণীয় নির্ধারণ করবে আওয়ামী লীগ। এ বিষয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভায় আলোচনা হয়।
সোমবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম। সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটিকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশপাশি, স্যোশাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচারের বিষয়ে সুষ্ঠু জবাব দিয়ে জনগণ যাতে বিভ্রান্ত না হয় সে বিষয়েও করণীয় সম্পর্কে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন জনাব এইচটি ইমাম, ড. আবদুস সোবহান গোলাপ, আমিনুল ইসলাম আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য তারিক সুজাত, সাদিকুর রহমান পরাগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসকে/এনটি