ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন লোগো

ঢাকা: আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদের শূন্য আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি।

শনিবার (২৪ অক্টোবর) বিএনপির দফতরের চলতি দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদ শূন্য আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি।

অন্য সদস্যরা হলেন হেলালুজ্জামান তালুকদার লালু, সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল; আব্দুল মান্নান তালুকদার, সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল; মোসাদ্দেক হোসেন বুলবুল, সভাপতি-রাজশাহী মহানগরী বিএনপি; রুমানা মাহমুদ, সভাপতি-সিরাজগঞ্জ জেলা বিএনপি; শফিকুল হক মিলন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক; আমিরুল ইসলাম খান আলিম, সহ-প্রচার সম্পাদক; সাইফুল ইসলাম শিশির, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক; অ্যাডভোকেট সিমকী ইমাম খান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এছাড়াও আছেন ড. এম এ মুহিত, গোলাম সরওয়ার, রফিকুল আলম খান পাপ্পু, কে এম শরফুদ্দীন মঞ্জু, মোস্তাফিজুর রহমান মুনির।

গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর ওই আসনে ভোট গ্রহণ হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।