ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) বিকেলে আত্রাই উপজেলা চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে।

কর্মসূচিতে আত্রাই উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলিন।

এর আগে, গত ০২ নভেম্বর রাতে চেয়ারম্যান আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীতেন্দ্রনাথ দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মস্তফ বাদল, সিনিয়ার সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম, মহিলা আওয়ামী লীগের নেত্রী জাহেদা খাতুন, বিশা ইউপি সদস্য কামরুজ্জমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং এই হামলার তীব্র নিন্দা জানান।  

জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ব্যক্তিগত কাজে গত ০২ নভেম্বর নওগাঁ সদরে যান। কাজ শেষ করতে দেরি হওয়ায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আত্রাই উপজেলার মধুগুড়নই এলাকার রাস্তাটি একটু ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে ধীরে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। মাথায় হেলমেট থাকায় পিছলে গিয়ে বাম হাতে জখম হয়। জীবন বাঁচাতে মোটরসাইকেল না থামিয়ে পাঁচুপুর গ্রামে একজনের বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চেয়ারম্যান আব্দুল মান্নান বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।