ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। একইসঙ্গে সভাপতি-সম্পাদকের ঘোষিত কমিটিগুলো বিলুপ্ত করার দাবিও জানানো হয়।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলোক প্রদীপ ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের অভিক মোহন ত্রিপুরা, বাপ্পি চৌধুরী, পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন, দীঘিনালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার দে প্রমুখ।

বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ অনিয়ম-দুর্নীতি ও বিএনপি জামায়াতের সঙ্গে সক্রিয়দের দলে পুনর্বাসন করে আওয়ামী রাজনীতি হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সম্মেলন না দিয়ে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা চলাচ্ছে।

১৪ নভেম্বর সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে ফেসবুকে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা উপজেলা ও দীঘিনালা কলেজ কমিটি ঘোষণা করা হয়।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠে বদবঞ্চিতরা। সকালে দীঘিনালায় সড়ক অবরোধ করে তারা। এসময় ছাত্রলীগ কর্মীরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে কমিটি ঘোষণার একদিন পর বিক্ষোভের মুখে ফের বিবৃতি দিয়ে ঘোষিত কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

আর পড়ুন>> দীঘিনালায় পর্যটকদের গাড়িসহ ৪ গাড়ি ভাঙচুর, আটক ৩

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।