ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেদির রঙ না মুছতেই খুন হলেন সাবেক ছাত্রলীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
মেহেদির রঙ না মুছতেই খুন হলেন সাবেক ছাত্রলীগ নেতা স্ত্রী কলির সঙ্গে সোহেল

কক্সবাজার: মেহেদির রঙ না মুছতেই জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল (২৭) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

 

সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার পালাকাটা এলাকার আবদুর রকিমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর পেকুয়ার কৃষক লীগ নেতা মেহের আলীর কন্যা কলির সঙ্গে সোহেলের বিয়ে হয়। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাতে প্রতিপক্ষের হামলায় মারা যান সোহেল। একই সঙ্গে স্বামীকে হারালেন সদ্য বিবাহিত কলি।

সোহেলের বাবা আবদুর রকিম বাংলানিউজকে বলেন, চকরিয়া পৌরসভার ভরামুহুরী হাজীপাড়ায় তাদের ক্রয় করা একটি জমি রয়েছে। সেই জমি দীর্ঘদিন ধরে দখলে নেওয়ার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে তার ছেলে সোহেলসহ আরও কয়েকজন সেখানে ছুটে যান। ফেরার পথে একা পেয়ে হাজিপাড়ার নুরুল আলমও তাদের আত্মীয় স্বজনরা সোহেলকে পেছন থেকে দেশীয় অস্ত্র, হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মান্নান নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন তাদের আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। সোহেলের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।