ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শনিবার মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করবে সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
শনিবার মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করবে সিপিবি

ঢাকা: রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেফতার দাবিতে এবং মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতিরোধের আহ্বানে শনিবার (১২ ডিসেম্বর) দেশব্যাপী মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১১ ডিসেম্বর) সিপিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন উপলক্ষে সারাদেশে দলটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।  

সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে শনিবার কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।