ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ধর্মান্ধরা বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ বানাতে চায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
‘ধর্মান্ধরা বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ বানাতে চায়’ প্রকাশনা উৎসব/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতুর মতো বড় স্থাপনার কাজ প্রায় সমাপ্ত, আমাদের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নতির দিকে যাচ্ছে।

তখন ধর্মান্ধরা আমাদের দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।

শনিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী রচিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম চৌধুরী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালিকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ভেতরে যেসব মানুষ অবরুদ্ধ ছিলেন, তাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুপ্রেরণা দিয়েছে। মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা বিষয়গুলো জনগণ এবং বিশ্ববাসী জানতে পারত না।

‘মুক্তিযুদ্ধের সময়ে একটি সেক্টর যা করতে পেরেছে অনেক ক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তারচেয়ে বেশি করেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন তারা সশস্ত্র অস্ত্র নিয়ে যুদ্ধ করেন নি। ’

শাজাহান খান বলেন, আমাদের মুক্তিযুদ্ধ সশস্ত্র যুদ্ধের পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। সেই যুদ্ধে অগ্রগামী ভূমিকা পালন করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকরা।  

অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী রচিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ডিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।