ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সুপারিশ অযৌক্তিক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সুপারিশ অযৌক্তিক

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল বন্ধ রেখে কেবল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ায় ইউজিসির সুপারিশ অযৌক্তিক বলে মনে করছে ছাত্র ফেডারেশন।

রোববার (১৩ ডিসেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক এমএইচ রিয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিমত দেন সংগঠনটির নেতারা।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, শিক্ষার্থীদের আবাসিকতা ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা না করে ঢাবি উপাচার্যের এমন বক্তব্য অন্যায্য, একপাক্ষিক ও স্বৈরতান্ত্রিক। উপাচার্যের এরূপ দায়িত্বজ্ঞানহীন ও দায়সারা বক্তব্য বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে সাংঘর্ষিক।  

ইউজিসির কাণ্ডজ্ঞানহীন ও খামখেয়ালিপনা বক্তব্যের সঙ্গে তাল না মেলানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা অতিমারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বড় সেশনজটে আটকা পড়েছে। যা শিক্ষার্থী, অভিভাবক ও দেশের জন্য বড় সমস্যা হিসেবে হাজির হয়েছে। সার্বিক বিবেচনায় এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে যথার্থভাবে স্বাস্থ্যবিধি মেনে স্নাতকোত্তর ও স্নাতক শেষবর্ষের পরীক্ষার উদ্যোগ নিতে হবে।  

একই সঙ্গে পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আটকে থাকা পরীক্ষাগুলোও সরাসরি নেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করে কোনোভাবেই পরীক্ষা নেওয়া উচিত হবে না বিশ্ববিদ্যালয়গুলোর।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।