ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জাপার কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জাপার কর্মসূচি

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এসব কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি মধ্যে রয়েছে- শহীদ বুদ্ধিজীবী দিবসের (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জাতীয় পার্টির চেয়ারম্যান। এসময় তার সঙ্গে পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ৬টায় চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন এবং সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন তিনি।

এরপর বুধবার বেলা ১১টায় বনানী কার্যালয় মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বিকেল ৩টায় একই স্থানে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জিএম কাদের।

জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।