ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের মতো করোনা সার্টিফিকেটও ভুয়া: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
সরকারের মতো করোনা সার্টিফিকেটও ভুয়া: মান্না

ঢাকা: সরকার যেমন ভুয়া, তেমনি করোনা সার্টিফিকেটও ভুয়া বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, করোনা মহামারির এতো বড় একটা দুর্যোগ, সারা বিশ্ব চিন্তিত।

কিন্তু সেখানে আমাদের দেশের সরকার রোগের পরীক্ষাই করাতে পারছে না। হাসপাতাল নেই, হাসপাতাল থাকলেও পরীক্ষা করার যন্ত্র নষ্ট হয়ে আছে, না হয় চিকিৎসক নেই অথবা সমস্ত ভুয়া হাসপাতাল তৈরি হয়ে আছে। সরকার যেমন ভুয়া, করোনার সার্টিফিকেটও তেমন ভুয়া।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হমুদুর রহমান মান্না বলেন, সারা দুনিয়ার মানুষ এখন বাংলাদেশকে ঘৃণা করে। এ দেশের মানুষ বিদেশ মাটিতে পা দেবার আগে দশবার পরীক্ষা করে। কাগজ দেখালে সেটা বিশ্বাস করে না।

তিনি বলেন, দেশে করোনা আসার আগে মার্চে অতিদরিদ্র মানুষের সংখ্যা ছিল দুই কোটি। বর্তমানে এ সংখ্যা বেড়ে তিন কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে। গত আট মাসে এক কোটি ৬০ লাখ বেড়েছে। কিন্ডারগার্ডেন শিক্ষক এখন চা বিক্রি করছে। আর আমাদের সরকার পদ্মা সেতুতে একটি স্প্যান বসিয়ে বলছে স্বপ্ন সার্থক হয়েছে। আমরা পদ্মা সেতুর বিরুদ্ধে নয়। আমরা কেউই রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, ফ্লাইওভার বানানোর বিরুদ্ধে নয়। একথা অবশ্যই বলবো পদ্মা সেতু, ফ্লাইওভার ব্রিজকে তো মানুষকে বাঁচবে না। মানুষকে খাবার দিতে হবে।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।