ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সিপিবি সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সিপিবি সভাপতি

ঢাকা: টানা ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুলাহ কাফি রতন এবং অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজাহিদুল ইসলাম সেলিম করোনা আক্রান্ত হয়ে গত ৩০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড ইউনিটে ভর্তি হয়েছিলেন।

রুহিন হোসেন প্রিন্স বাংলানিউজকে বলেন, ১৫ দিনের চিকিৎসা শেষে সিপিবি সভাপতি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে বয়স এবং শারীরিক দুর্বলতা বিবেচনায় চিকিৎসক উনাকে আগামী দুই মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আশা করি, সেলিম ভাই দ্রুত স্বাভাবিকভাবে কার্যক্রমে অংশগ্রহণ এবং দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।