ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

রাজনীতি

থানায় জিডি করলেন ইশরাক হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
থানায় জিডি করলেন ইশরাক হোসেন ...

ঢাকা: রাজধানীর গোপীবাগের নিজ বাসায় বুধবার (১৬ডিসেম্বর) ভোর রাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় দুপুরে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ বিষয়ে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পরে অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এ নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করবো।

এ বিষয়ে পুলিশ কি বলেছে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, আমরা অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন। এটা যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপে কখনো পা দেবো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এমন হামলা সত্যি ন্যক্কারজনক।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।