ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
পৌর নির্বাচনে জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু রোববার

ঢাকা: তৃতীয় ধাপে ৬৪টি পৌর নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে আগামী রোববার (২০ ডিসেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে জাতীয় পার্টি (জাপা)।  

শনিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।  

স্বাস্থ্যবিধি মেনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।