ঢাকা: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ভাস্কর্য কোনো বিতর্কের বিষয় নয়। এটা সেটেল ইস্যু।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বেইলি রোডে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ভাস্কর্য নিয়ে যতটা ক্লারিফাই করার চেষ্টা করা হবে, ততটা ঘোলাটে হবে। ধর্মের সঙ্গে ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উদ্ভূত সমস্যা সমাধানকল্পে সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরইমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার-পাল্টা বহিষ্কার হয়েছে তা অকার্যকর বলে গণ্য হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমএইচ/আরবি