ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে নারী কাউন্সিলরসহ শিবিরের ১৮ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
মেহেরপুরে নারী কাউন্সিলরসহ শিবিরের ১৮ কর্মী আটক

মেহেরপুর: গোপন বৈঠক চলাকালে মেহেরপুর শহরের শেখ পাড়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর পৌরসভার নারী কাউন্সিলর শিউলি আক্তার ও তার ছেলেসহ ১৮ জন শিবিরকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ ডিসেম্বর) সাড়ে ৫টার দিকে ওই নারী কাউন্সিলরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 এসময় তাদের কাছ থেকে ১৪টি সাইকেল, ৩টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ বই ও ক্যালেন্ডার উদ্ধার করেন।

আটকরা হলেন- মেহেরপুর শহরের হঠাত পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালাম সাহার ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস আলী শাহার ছেলে আবুল হাসান (২২), রমিজ উদ্দিনের ছেলে মাহাবুব (১৮), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার(২০), মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসানের ছেলে যুবায়ের হাসান (১৫), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), তাতিপাড়া নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৫), বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ (১৬), আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন (১৮), হঠাত পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৮), চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান (১৪) বজলুর রহমানের ছেলে আবু জাফর(১৬), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (৫), সেলিম রেজা ছেলে মাসুদ (১৫), কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহকে (৪৮) আটক করেন।  

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি বাংলানিউজকে জানান, পৌর নারী কাউন্সিলরের নেতৃত্ব তার বাড়িতে দীর্ঘদিন ধরেই শিবিরের গোপন বৈঠক চলছিল। গোয়েন্দা পুলিশের দীর্ঘ নজরদারির পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মিটিং করছিল।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এনটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।