ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রোকেয়া হলের সাবেক এজিএসকে পেটালেন ছাত্রলীগের দুই নেত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, ডিসেম্বর ২৩, ২০২০
রোকেয়া হলের সাবেক এজিএসকে পেটালেন ছাত্রলীগের দুই নেত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধর করার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে। গত সোমবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা বি্শ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

মারধরকারীরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী ফাল্গুনী দাস তন্বী বাংলানিউজকে বলেন, আমি নাকি নিশি আপুর ‘বিবাহিত’ হওয়ার বিষয়ে কথা বলি। এ নিয়ে আমাকে তারা ডেকে নেয়। তারপর বলে আমি উচু স্বরে কথা বলেছি, বেয়াদবি করেছিস। তারা আমাকে প্রচন্ড মারধর করে। আমার শরীরে দাগ রয়েছে। অনেকেই ভিডিও করেছে। তারা আমার ফোনও নিয়ে রেখে দিসে। এ ঘটনায় আমি সাধারণ ডায়েরি (জিডি) করবো। মারধরের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর অভিযোগ দেবো।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে ফোন করা হলেও কলটি রিসিভ হয়নি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, মঙ্গলবার রাতে ঘটনাটি শুনেছি। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।