লালমনিরহাট: লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মারা গেছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর সাভার উপজেলার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সদ্য প্রয়াত বিএনপি নেতা আব্দুল হালিম কালীগঞ্জ উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় জন্ম নিলেও দীর্ঘদিন ধরে লালমনিরহাট শহরের বালাটারী এলাকায় বসবাস করতেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, কিডনি রোগে আক্রান্ত ছিলেন আব্দুল হালিম। অসুস্থতা বেড়ে গেলে কিছুদিন আগে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে কিডনির ডায়ালাইসিস করার সময় করোনায় আক্রান্ত হন তিনি। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির এ নেতা।
আব্দুল হালিম দীর্ঘদিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বিএনপির এ নেতা মৃত্যুকালে দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা নেতা আব্দুল হালিমের মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসআই