ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

করোনামুক্ত হলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
করোনামুক্ত হলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী

ঢাকা: গণফোরামের মুখপাত্র ও নির্বাহী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী করোনামুক্ত হয়েছেন। প্রায় এক মাস মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর এম এন নাগের বিশেষ তত্ত্বাবধানে নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে আরোগ্য লাভ করেছেন তিনি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সুব্রত চৌধুরী বাংলানিউজকে বলেন, গত ১৬ নভেম্বর প্রথম টেস্টে করোনা পজিটিভ আসে। তবে শারীরিকভাবে মোটামুটি সুস্থ থাকার কারণে বাসায় ছিলাম। পরে দ্বিতীয়বার টেস্টেও পজিটিভ আসে। ২৪ ডিসেম্বরের টেস্টে নেগেটিভ এসেছে। এখন সুস্থ আছি।

তিনি বলেন, যেসব ব্যক্তি, আত্বীয়-স্বজন, বন্ধুবান্ধব, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী আমার আরোগ্য লাভের জন্য দোয়া ও প্রার্থনা করেছেন তাদের সবার জন্য সাধুবাদ ও শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাদের সবার সহায় হোন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।