ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশাল মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি নিরব, সা. সম্পাদক পাপিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বরিশাল মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি নিরব, সা. সম্পাদক পাপিয়া

বরিশাল: বরিশালে বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ফকিরবাড়ি রোডের ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি নজরুল হক নিলু।

 সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান ও মোজাম্মেল হক ফিরোজ।

 সভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মিন্টু দে, সুমন আকন জুয়েল, ইমরান নূর নিরব, পাপিয়া আফরোজ, আলি হোসেন প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ইমরান নুর নিরব, পাপিয়া আফরোজকে সাধারণ সম্পাদক এবং আরাফাত শাওনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়।

পাশাপাশি  এইচ এম আলি হোসেনকে সভাপতি, মো. রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং চন্দন শীলকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বরিশাল নগরীতে একটি র‌্যালি বের করে মহানগর ও জেলা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।

আগামী ২৯-৩০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।