ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনা বিএনপির ৩ নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
পাবনা বিএনপির ৩ নেতা বহিষ্কার বিএনপির লোগো

ঢাকা: পাবনার চাটমোহর পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কসহ তিন নেতাকে বহিষ্কার করেছেন বিএনপি।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক পাবনা জেলাধীন চাটমোহর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল হক সিন্টু, মো. আনোয়ার হোসেন মাসুম এবং ১ নম্বর সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।