ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোটের দিন দলীয় মেয়র প্রার্থীর মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ভোটের দিন দলীয় মেয়র প্রার্থীর মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: খুলনার চালনা পৌরসভার নির্বাচন চলাকালে বিএনপির মেয়র প্রার্থীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।

শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, আবুল খয়ের খানের মৃত্যুতে তার পরিবার ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। চালনা পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ এবং নির্বাচন চলাকালীন তার মৃত্যু নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও দুঃখের। তিনি দাকোপ থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন।

মির্জা ফখরুল বলেন, আমি দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং গভীর শোকে কাতর পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।