ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোটাধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ভোটাধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

ঢাকা: ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

গণফোরাম নেতারা বলেন, ৩০ ডিসেম্বর কালো দিবস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল। তৎকালীন ক্ষমতাসীন সরকার পুলিশ, প্রশাসন ও দলীয় কর্মীদের সহায়তায় আগের রাতেই ভোট ব্যালট বাক্সে ভরে রাখে। ভোটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে।

তারা বলেন, বর্তমান সরকারের আমলে ভোটাররা ভোট প্রদানের আগ্রহ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এ অবস্থায় ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।