ঢাকা: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে রাজধানীতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসে।
এরপর থেকে ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ প্রমুখ।
এদিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধালণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী যুব লীগ। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন।
এছাড়াও আনন্দ মিছিল বের করে কৃষকলীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে গুলিস্তান, জিপিওসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসকে/এমজেএফ