ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দেশের জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ তন্ময়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, জানুয়ারি ৪, ২০২১
দেশের জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ তন্ময়ের

বাগেরহাট: দেশ ও জাতির জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

তিনি বলেন,দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগের ইতিবাচক ভূমিকা ছিল।

যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ছাত্রলীগই নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগ এগিয়ে এসেছে। ভবিষ্যতেও ছাত্রলীগ এগিয়ে আসবে। ছাত্রলীগের নেতৃত্বে দেশে অনেক সফল আন্দোলন সংগ্রাম হয়েছে। দেশ ও জাতির জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে,আগে যেমন ছিল। ছাত্রলীগ অতীতে যেমন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে,তেমনি ভবিষ্যতে ছাত্রলীগকে দেশের জন্য কাজ করতে হবে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু ও সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে সভায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ