ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির নির্বাচন করার অধিকার নেই তবুও প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
‘বিএনপির নির্বাচন করার অধিকার নেই তবুও প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন’

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি-জামায়াত শক্তি যেভাবে রাজপথে মানুষ পুড়িয়ে মেরেছে, যানবাহন পুড়িয়েছে, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিলো তাতে তারা নির্বাচনের অধিকার হারিয়েছেন। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন।

 

সোমবার (০৪ জানুয়ারি) রাতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চলতি মাসের ৩০ তারিখ ফেনী পৌর নির্বাচনের প্রসঙ্গ এনে নিজাম হাজারী এ কথা বলেন।

তিনি বলেন, মনোনয়ন পত্র জমা দিয়েই বিএনপি প্রার্থী নানা অভিযোগ করছেন। মানুষ ভুলে যায়নি তারা কি করেছে, কিভাবে মানুষ মেরেছে, রাজপথে তাদের বোমাবাজি মানুষ দেখেছে। আওয়ামী লীগ তাদের ক্ষমা করে দিয়েছে আর সে কারণেই তারা নির্বাচনে অংশ নিতে পেরেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগ কর্মসূচি পালন করে। বিকেল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনীর সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফেনী সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী যুবলীগ এবং ফেনী জেলা ছাত্রলীগের সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ, মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং করোনা ভাইরাস সংক্রমণে ফেনী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মাতা এবং বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শুরুতে আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু করে জেলা ছাত্রলীগ। বিভিন্ন উপজেলা ইউনিয়ন হতে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে কেক কাটা হয়।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।