ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট জেলা আ.লীগের কমিটিতে স্থান পেলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
সিলেট জেলা আ.লীগের কমিটিতে স্থান পেলেন যারা

সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

একইদিন জেলা মহানগর লীগেরও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।  

সিলেটে জেলা আওয়ামী লীগের নতুন এ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

শুক্রবার সন্ধ্যায় অনুমোদন পাওয়া জেলা কমিটিতে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক রেখে জেলার পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়।  

জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে, সহ-সভাপতি পদে আছেন মহমুদ উস সামাদ চৌধুরী এমপি, আশফাক আহমেদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, ড. তৌফিক রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, নাজনীন হোসেন। যুগ্ম সাধারণ পদে হুমায়ন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহেল আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার মিনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সাকির আহমদ শাহিন।

সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রনজিত সরকার। উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মতিউর রহমান, কোষাধ্যক্ষ শমসের জামাল।  

এছাড়া সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ইমরান আহমদ এমপি, লোকমান উদ্দিন চৌধুরী, মো. ইব্রাহিম, আব্দুল হাসিব মনিয়া, মোস্তাকুর রহমান মফুর, মো. নিজাম উদ্দিন, লুৎফুর রহমান, সরওয়ার হোসেন, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, শাহাদৎ রহিম, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আহমদ, শহিদুর রহমান শাহীন, আনহার মিয়া, আব্দুল বাসিত টুটুল, নুরে আলম সিরাজী, কামাল আহমদ, এম কে শফি চৌধুরী এলিম, আব্দুল বারী, আবু হেনা মোহাম্মদ ফিরোজ আলী, আমাতুজ জুহুরা রওশন জেবিন, জাকির হোসেন, অ্যাডভোকেট আফসার আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী, আবুল লেইছ চৌধুরী, গোলাপ মিয়া ও ডা. নাজরা আহমদ চৌধুরী।

উপদেষ্টা পদে আছেন নুরুল ইসলাম নাহিদ এমপি, অ্যাডভোকেট সৈয়দ আবু নছর, ড. এ কে আব্দুল মোমেন এমপি, সৈয়দা জেবুন্নেছা হক, হাফিজ আহমদ মজুমদার এমপি, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ময়নুল ইসলাম, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, শেখ মখলু মিয়া, অ্যাডভোকেট এমাদ উদ্দিন, এখলাছুল মোমিন, আসমা কামরান, জমির উদ্দিন প্রধান ও অধ্যক্ষ সামসুল ইসলাম।

২০১৯ সালের ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। জেলায় আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান সভাপতি ও আগের কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এরপর গত ১৫ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেন। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দেখা দেয় অসন্তোষ। ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়ন, বিতর্কিতদের স্থান প্রদান, ক্রমবিন্যাসে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে কেন্দ্রে জমা পড়া কমিটির বিপক্ষে সিলেটে ক্ষোভ দেখা দেয়। এসব অসন্তোষ থেকে বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।