নওগাঁ: নওগাঁর পত্নীতলা থানায় নেতাকর্মীদের দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, নজিপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন থানায় মামলা করেন। এর ধারাবাহিকতায় সকালে চার জনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার প্রধান আসামি নাজিবুল্লাহ চৌধুরী বিকেলে গ্রেফতারদের দেখতে থানায় গেলে তাকে গ্রেফতার করা হয়।
আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই পৌরসভা নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী বর্তমান মেয়র রেজাউল কবীর চৌধুরী এবং ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র আনোয়ার হোসেন। সব ঠিকঠাক থাকলে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
আরএ