মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গঠনে উৎকোচের বিনিময়ে পদায়ন ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নেতা-কর্মীরা জানান, নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি, সহ-সভাপতিসহ বিভিন্ন পদে উৎকোচের, স্বজনপ্রীতির মাধ্যমে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সভাপতি মোজাম্মেল হক মুন্না জাসাসের সদস্য থাকলেও কখনো ছাত্রদলে সম্পৃক্ত ছিল না। সহ-সভাপতি মাসুদ মিয়াসহ পদপ্রাপ্ত একাধিক নেতার রয়েছে আওয়ামী লীগে সম্পৃক্ততা থাকার অভিযোগ। এছাড়া সংগঠনের নিয়ম অনুযায়ী এক ব্যক্তির এক পদ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন করার কথা থাকলেও সে নিয়ম মানা হয়নি। এতে দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ডে নিবেদিত ত্যাগী কর্মীরা পদবঞ্চিত ও সঠিকভাবে মূল্যায়ন হয়নি। অনিয়মের মাধ্যমে পদপ্রাপ্তদের দ্রুত অপসারণের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক আল সামি, ছাত্রদল নেতা মাহাদি ইসলাম বাবু, রাজীব হোসেন অপু, রোমান আহমেদ, খালেদ হোসেন পলাশসহ বিভিন্ন উপজেলা ও ইউনিট ছাত্রদল নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস