ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংকট নিরসনে মনযোগী না হয়ে খেতাব বিতর্ক অনভিপ্রেত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
সংকট নিরসনে মনযোগী না হয়ে খেতাব বিতর্ক অনভিপ্রেত

ঢাকা: জাতীয় ও জনজীবনে নানামুখী সংকট নিরসনে মনযোগী না হয়ে খেতাব বিতর্ক অহেতুক অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক ও  বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা খালেকুজ্জামান।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধাদের আজও সঠিক তালিকা যেখানে প্রণয়ন করা যায়নি, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্খাকে যেখানে বাস্তবায়ন করা হয়নি বরং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে দেশকে দুর্নীতি-দুঃশাসন-লুণ্ঠনের মৃগয়া ক্ষেত্রে পরিণত করা হয়েছে তখন মূল সমস্যা বাদ দিয়ে খেতাব বিতর্ক অনভিপ্রেত।

বিবৃতিতে তিনি জনজীবনের ও জাতীয় জীবনের সংকট নিরসনে মনযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।