রাজশাহী: রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষাড়সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চারঘাট সদরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বিএনপির কর্মীরা ধানের শীষের পোস্টার লাগাতে থাকলে তাদের মারপিট করে তাড়িয়ে দেন আওয়ামী লীগ কর্মীরা। পরে সকাল ১১টার দিকে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেন। এ সময় চারঘাট সদরে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বিএনপি কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটান। এতে ছাত্রলীগ নেতা আল মামুন তুষাড়, আওয়ামী লীগ কর্মী আজিমুদ্দিন সহ অন্তত পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসএস/এমআরএ