ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে একটি মিছিল বের হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহসভাপতি আবুল কালাম আজাদ, নুসরাত এলাহী রিজভী, যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজোওয়ানুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন লোবান, কাজী ইফতেখারুজ্জামান শিমুল, উত্তরের যুগ্ম সম্পাদক মুসাব্বির, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক ডা. জাহেদুল কবির, কেন্দ্রীয় নেতা মুকুল, আমিনুল ইসলাম মহসিন, জেড আই কামাল প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ‘দেশনেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, মানি না মানবো না’ সহ বিভিন্ন স্লোগান দেন। সেইসঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।