ঢাকা: রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সহায় সম্বলহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় হয়ে পড়া মানুষগুলোর সার্বিকভাবে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির এই নেতা।
এ অগ্নিকাণ্ডে প্রায় ২০০ পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া মানুষগুলো রোববার থেকে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। ইশরাককে দেখে বস্তিবাসীরা কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বস্তিবাসীদের স্থানীয় স্কুলে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেন। পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন।
এসময় বিএনপির কাউন্সিলর শামসুল হুদা কাজলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এমএইচ/এইচএডি/