ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

এইচ টি ইমামের মৃত্যুতে সিরাজগঞ্জ আ.লীগের তিনদিনের শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এইচ টি ইমামের মৃত্যুতে সিরাজগঞ্জ আ.লীগের তিনদিনের শোক

সিরাজগঞ্জ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিব, সিরাজগঞ্জের কৃতি সন্তান এইচ টি ইমামের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।  

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলানিউজকে জানান, এইচ টি ইমামের মৃত্যুতে সিরাজগঞ্জবাসী গভীরভাবে শোকাহত।

আমরা আমাদের আরও এক অভিভাবককে হারালাম।

এইচ টি ইমামের স্মরণে জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং দোয়া ও মিলাদ মাহফিল। দলের সব নেতাকর্মীকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।  

এদিকে এইচ টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগও তিনদিনের শোক ঘোষণা করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনদিনের শোক কর্মসূচিতে দোয়া, মিলাদ মাহফিল ছাড়াও স্মরণসভা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।