ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২৪৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২৪৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা 

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১০ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অভিযানে আটক ২৮ জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেল উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভায় হামলার জের ধরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বসুরহাট বাজারের পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে দফায় দফায় বসুরহাট বাজারে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ  ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এতে উভয় পক্ষের ১২ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।