ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাপুলের আসনে আ’লীগের মনোনয়ন পেলেন নুরউদ্দিন চৌধুরী 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
পাপুলের আসনে আ’লীগের মনোনয়ন পেলেন নুরউদ্দিন চৌধুরী 

ঢাকা: লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন শহিদ ইসলাম পাপুল।

মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত গেজেটে সংবিধানের ৬৭ (১)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়।

শনিবার (১৩ মার্চ) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় নুরউদ্দিন চৌধুরী নয়নকে এ আসনের প্রর্থী মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমস্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।