ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ ফাইল ছবি

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে, এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাস বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘আগেও চিকিৎসা নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ৪০১ এর এক ধারার দণ্ডাদেশ স্থগিত করেছেন। সে অনুযায়ী বাসায় থেকে খালেদা জিয়া সব ধরনের চিকিৎসাসেবা নিতে পারবেন, কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না। এখন থেকে তিনি আরও ছয় মাস তার নিজ গৃহে চিকিৎসাসেবা নিতে পারবেন, যা আগামী ২৫ মার্চ থেকে কার্যকর হবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জিসিজি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।