ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে, এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।
সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাস বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘আগেও চিকিৎসা নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ৪০১ এর এক ধারার দণ্ডাদেশ স্থগিত করেছেন। সে অনুযায়ী বাসায় থেকে খালেদা জিয়া সব ধরনের চিকিৎসাসেবা নিতে পারবেন, কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না। এখন থেকে তিনি আরও ছয় মাস তার নিজ গৃহে চিকিৎসাসেবা নিতে পারবেন, যা আগামী ২৫ মার্চ থেকে কার্যকর হবে। ’
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জিসিজি/এফএম