ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য প্রার্থনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য প্রার্থনা

ঢাকা: করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সোমবার (১২ এপ্রিল) বিকেলে এ প্রার্থনা করা হয় বলে জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, সুকৃতি মণ্ডল, অমলেন্দু দাস, রমেশ দত্ত, তরুণ দে, মিল্টন বৈদ্য, জয়দেব জয়, সুবীর বদ্ধন, সঞ্জয় গুপ্ত, মিন্টু বসুসহ প্রমুখ যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুও উপস্থিত ছিলেন।

রোববার (১১ এপ্রিল) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।  

তিনি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশের মসজিদ, মন্দির, গির্জায় নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।