ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্যক্তিখাতকে ড্রাইভিং সিটে বসানোর ঘোষণা সংবিধানের বরখেলাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ৭, ২০২১
ব্যক্তিখাতকে ড্রাইভিং সিটে বসানোর ঘোষণা সংবিধানের বরখেলাপ রাশেদ খান মেনন। ফাইল ফটো

ঢাকা: ব্যক্তিখাতকে ড্রাইভিং সিটে বসানোর অর্থমন্ত্রীর ঘোষণা সংবিধানের বরখেলাপ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

সোমবার (০৭ জুন) দুপুরে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ বঙ্গবন্ধু নির্দেশিত পথের উল্টো দিকে হাঁটছে। বঙ্গবন্ধু প্রবর্তিত সংবিধানের ১৩(ক) তে রাষ্ট্রায়ত্ত খাতকে প্রধান করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু কন্যার অর্থমন্ত্রী বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে ব্যক্তিখাতকে ড্রাইভিং সিটে বসানোর কথা সগৌরবে ঘোষণা দিয়েছেন। জিয়া-এরশাদ যা পারেন নি, রাষ্ট্রায়ত্ত খাতকে ব্যক্তিখাতে তুলে দেওয়ার কাজটি সম্পন্ন করেছে বর্তমান সরকার। পিপিপির ঘোমটা খুলে বন্ধ করে দেওয়া পাটকলগুলোকে ব্যক্তিমালিকদের দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সংবিধানের পরিপূর্ণ ব্যত্যয় অর্থমন্ত্রী ঘোষিত এসব পদক্ষেপ জনগণ গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী বাজেটে কেবল ব্যক্তিখাতকে প্রাধান্যই দেন নি, কোভিডে কর্মহীন শ্রমিক ও শ্রমজীবী মানুষের পুনর্বাসনের, কর্মসংস্থান সৃষ্টি করার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। এই বাজেট সাধারণ জনগণকে কিছুই দেয়নি।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগরের সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, মো. তৌহিদ, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, সাদাকাত হোসেন খান বাবুল, বেনজীর আহমেদ, মুর্শিদা আখতার নাহার, মাহমুদুল হক সেনা, শিউলী সিকদার, তাপস কুমার রায়, অতুলন দাস আলো, মামুন প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।