ঢাকা: দীর্ঘ ৫৩ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটে হাসাপাতাল থেকে রওয়ানা করে ৮টা ৪০ মিনিটে গুলশানের নিজ বাসা ফিরোজায় পৌঁছান তিনি।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর শনিবার রাতে বাসায় ফেরেন দলীয় চেয়ারপারসন খালেদ জিয়া। বাসায় তাকে রিসিভ করেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, পোস্ট কোভিড নানা জটিলতায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পরে (৩ মে) তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিনে ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এমএইচ/এমআরএ