ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাচোলে গোপন বৈঠক, জামায়াতের ৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
নাচোলে গোপন বৈঠক, জামায়াতের ৩ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ: নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার সময় জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।  

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নাচোল উপজেলার মধ্য বাজারে অবস্থিত নিউ লাইফ হোমিও হল থেকে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন- নাচোল উপজেলার বেনীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে নাচোল উপজেলার নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, একই উপজেলার সিংরইল গ্রামের আজাহার আলীর ছেলে নাচোল উপজেলা শিবিরের সাবেক সভাপতি, জামায়াতের রোকন সদস্য ও বাইতুল মাল সম্পাদক নূরুল ইসলাম এবং একই উপজেলার বেনীচক গ্রামের হাজেজ উদ্দিনের ছেলে জামায়েতের সক্রিয় কর্মী খাইরুল বাশার।  

একটি গোয়েন্দা সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে অনেকগুলো জিহাদি বই উদ্ধার করা হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বৈঠক থেকে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন।  

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।