ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কৃষক দলের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক বাবুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
কৃষক দলের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক বাবুল

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদ পেয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন শহীদুল ইসলাম বাবুল।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন।

দলের সাংগঠনিক সম্পাদক দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

সর্বশেষ ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি কৃষক দলের কমিটি ভেঙে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সদস্য সচিব করে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর এবছরের ১২ মার্চ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রায় ছয় মাস পর আংশিক কমিটি ঘোষণা করা হলো।

আরও পড়ুন>>

>>> বাবুলকে কৃষক দলের সা. সম্পাদক করায় ফরিদপুরে আনন্দ মিছিল

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।