ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানুষ এখন ভিক্ষা নেয় না: মতিয়া চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
মানুষ এখন ভিক্ষা নেয় না: মতিয়া চৌধুরী

জামালপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক সময় মানুষ খাবার পেত না।

এখন এ দেশের মানুষকে পান্তা ভাত দিলে বলে আমার পেটে গ্যাস্ট্রিক। এখন মানুষ ভিক্ষা নেয় না, ডেকে ডেকে মানুষকে চাল দিতে হয়। ’

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা সরকারের সময় জাতীয় সংসদে বঙ্গবন্ধুর খুনিরা বলেছিলেন, বঙ্গবন্ধু খুনিদের বিচার হবে না। সেই খুনিদের বিচার হয়েছে। আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। ’

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, হোসনে আরা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

পরে আগামী তিন বছরের জন্য ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad